ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

দীর্ঘ ১৩ বছর পর চেয়ারম্যান পেল শংকরচন্দ্র ও মাখালডাঙ্গা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৫৪, ১০ মার্চ ২০২৪ | আপডেট: ০৮:৫৬, ১০ মার্চ ২০২৪

চুয়াডাঙ্গা সদর উপজেলার দুটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শংকরচন্দ্র ইউপিতে মহিউল আলম সুজন চশমা প্রতীকে ৫ হাজার ৫০৬ ভোট এবং নবগঠিত মাখালডাঙ্গা ইউপি নির্বাচনে বিশ্বজিত সাহা ঘোড়া প্রতীকে ৫ হাজার ৭২৬ ভোট বেসরকারিভাবে চেয়ারস্যান নির্বাচিত হয়েছেন।  

শনিবার রাত নয়টায় রিটার্নিং অফিসার রাহুল রায় বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন। শনিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেন।

সীমানা বিভাজন নিয়ে মামলার কারণে দীর্ঘ ১৩ বছর পর ভোটাররা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আজ ভোট দিয়েছেন। এই ভোটদানের মধ্য দিয়ে দুটি ইউনিয়নের ভোটাররা নতুন জনপ্রতিনিধি নির্বাচন করলেন। 

এজন্য ভোটারদের মধ্যেও ছিল উৎসবের আমেজ। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি