ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আমতলীতে মতিয়ারের হ্যাট্রিক বিজয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৮, ১০ মার্চ ২০২৪

Ekushey Television Ltd.

বরগুনা জেলার আমতলী পৌরসভা নির্বাচনে সদ্য-সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মতিয়ার রহমান তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়ে হ্যাট্রিক করেছেন। 

কঠোর নিরাপত্তায় অনুষ্ঠিত নির্বাচনেরর পর মতিয়ার রহমানকে শনিবার (৯ মার্চ) রাতে জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা আব্দুল হাই আল হাদি ফলাফল ঘোষণা করেন।

আমতলী উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, শনিবার (৯ মার্চ) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে ইলেকট্রনিক্স ভোটার মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। 

আমতলী পৌরসভার সাধারণ নির্বাচনে ৯ জন মেয়রপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ২ বারের নির্বাচিত সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. মতিয়ার রহমান মোবাইলফোন প্রতীক নিয়ে ৬ হাজার ৫৩৯ ভোট পেয়ে তৃতীয় বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন। 

তার নিকটতম প্রতিদ্ব্ন্দ্বী প্রার্থী সাবেক মেয়র উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. নাজমুল আহসান খান ৫ হাজার ৭৬৬ ভোট পেয়েছেন।

পৌরসভায় মোট ভোটার ১৫ হাজার ৮৩৯ জন। এর মধ্যে ১২ হাজার ৩০৫ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোটার উপস্থিতির হার ৭৭ দশমিক ৬৮ শতাংশ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি