ঢাকা, বুধবার   ০১ জানুয়ারি ২০২৫

সিরাজগঞ্জে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৫৫, ১০ মার্চ ২০২৪ | আপডেট: ১৫:৪৭, ১০ মার্চ ২০২৪

সিরাজগঞ্জে ঘুমন্ত মা রশিদা খানমকে জবাই করে হত্যার দায়ে ছেলে নাহিদ ইমরান নিয়নকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (১০ মার্চ) বেলা ১২টার দিকে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক মো. আবুল বাশার মিঞা আসামির উপস্থিতিতে এ দণ্ডাদেশ দেন। 

ঘটনার বিবরণীতে জানা যায়, আসামি নাহিদ ইমরান নিয়ন সঙ্গ দোষে ও জুয়া খেলায় জড়িত হয়ে বিভিন্ন লোকের কাছ থেকে ঋণগ্রস্থ হয়ে পড়েছিল। টাকা-পয়সা ও অন্য বিষয়াদি নিয়ে ভীত হয়ে পূর্বপরিকল্পিতভাবে ২০২০ সালের  ১৮ ফেব্রুয়ারি ভোরে গরু-জবাই করা ছুড়ি দিয়ে ঘুমন্ত মা রশিদা খানমকে গলাকেটে হত্যা করে।

এঘটনায় আসামির ভাই নাছিম ইমরান নিশাত বাদী হয়ে মামলা দায়ের করেন। ঘটনার পর দীর্ঘদিন পলাতক থাকা আসামি নাহিদ ইমরান নিয়নকে গ্রেফতার করে পুলিশ। 

এঘটনায় আজ রোববার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক মো. আবুল বাশার মিঞা আসামি নাহিদ ইমরান নিয়নকে ৩০২ ধারায় দণ্ডযোগ্য অপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন।

আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে দণ্ড কার্যকর করার নির্দেশ দেয়া হয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি