ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সিরাজগঞ্জে অর্ধকোটি টাকার হেরোইনসহ বাবা-ছেলে আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৪:১৩, ১১ মার্চ ২০২৪

সিরাজগঞ্জের কড্ডার মোড়ে অভিযান চালিয়ে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ৫শ’ গ্রাম হেরোইনসহ বাবা-ছেলেকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।  

সোমবার (১১ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ওসি মো. জুলহাজ উদ্দীন।

আটকরা হলেন, রাজশাহী জেলার গোদাগাড়ী থানার ভাটোপাড়া ইউনিয়নের সাহাব্দিপুর গ্রামের মৃত আমির হোসেনের ছেলে মো. রফিকুল ইসলাম (৫৩) ও তার ছেলে মো. মমিনুল ইসলাম (২৭)।

বিজ্ঞপ্তিতে ডিবি ওসি জুলহাজ উদ্দীন উল্লেখ করেন, পুলিশ সুপার মো. আরিফুর রহমান মণ্ডলের তথ্য ও দিক নির্দেশনায় রোববার (১০ মার্চ) সন্ধ্যায় সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের কড্ডার মোড় এলাকায় সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়কে মাদক বিরোধী অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা অবস্থায় রফিকুল ও মমিনুলকে আটক করা হয়। 

পরে তাদের শরীর তল্লাশী চালিয়ে ৫শ’ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, আটক রফিকুল ইসলাম ও মমিনুল ইসলামের বিরুদ্ধে ১টি করে মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি