ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

খোকসায় মানুষ উৎসবের সমাপনী 

রঞ্জন ভৌমিক

প্রকাশিত : ২০:০০, ১১ মার্চ ২০২৪

বর্ণিল আয়োজনে খোকসায় বিশ্ব মানব কল্যাণ কামনায় প্রয়াত সাধক আমদ আলী সাঁইজি সেবা সংঘের উদ্যোগে মানুষ উৎসব যথাযথ মর্যাদায় পালিত হয়েছে । দুই দিনব্যাপী  উৎসবের গত রাতে আলোচনা সভা ও ভাব সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়েছে । 

একুশে টিভির প্রধান বার্তা সম্পাদক ডক্টর অখিল পোদ্দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সদর উদ্দিন খান । বিশেষ অতিথি ছিলেন, খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আননূর যায়েদ ।  অনুষ্ঠানের প্রথমে আয়োজক কমিটির পক্ষ থেকে অতিথিদের ফুল ক্রেস্ট ও উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হয় । শেষে ভাব সঙ্গীত পরিবেশন করেন প্রখ্যাত শিল্পী কাজল রেখা ও স্থানীয় শিল্পী বৃন্দ 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি