ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

দাঁড়ানো ট্রাকে ধাক্কা দিয়ে মাছবাহী ট্রাক উল্টে নিহত ৪

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১২:০০, ১২ মার্চ ২০২৪ | আপডেট: ১২:০২, ১২ মার্চ ২০২৪

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় সড়ক দুর্ঘটনা ৪ জন নিহত হয়েছেন। এতে আরও ৩ জন আহত হয়েছেন। 

আজ মঙ্গলবার (১২ মার্চ) ভোর সাড়ে পাঁচটায় চান্দিনার বেলাসর এলাকার আর এন আর পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন-ভোলা মনপুরার  মনির হোসেন,  হাবিবুর রহমান, আক্তার হোসেন  এবং সাতক্ষীরা জেলার সদর থানার  রফিকুল ইসলাম।

ইলেটগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জানান, নোয়াখালী থেকে ঢাকামুখী মাছবাহী ট্রাক চান্দিনার বেলাসর এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দিয়ে উল্টে যায়। এতে ট্রাকের উপরে থাকা চার শ্রমিক মাছচাপা পড়ে ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় আহত হয় আরও তিনজন। 

আহতদের প্রথমে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। 
আহতদের পরিচয় জানা যায়নি।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি