যানবাহনে চাঁদা আদায়কালে হাতেনাতে গ্রেপ্তার ৬
প্রকাশিত : ১৩:৫৩, ১২ মার্চ ২০২৪
নাটোরের সিংড়া থেকে পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহনের গতিরোধ করে চাঁদা আদায়ের সময় ৬ চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার সন্ধ্যা পর্যন্ত সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে চাঁদাবাজির সময় ওই ৬ জনকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৫ নাটোর ক্যাম্প সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব জানতে পারে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় কাঁচা সবজি ও পণ্য পরিবহনের ট্রাক, অটোরিক্সা এবং বাস হতে স্থানীয় রাজনীতিবীদ ও প্রভাবশালীদের নাম ব্যবহার করে চাঁদা আদায় করা হচ্ছে। এই সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। চাঁদাবাজি করাকালীন সময় টাকাসহ ৬ চাঁদাবাজকে হাতেনাতে গ্রেপ্তার করে র্যাব।
গ্রেপ্তারকৃতরা হলেন আরিফুল ইসলাম, মোঃ হাফিজ, মনসুর রহমান, জামাল উদ্দিন, বকুল খান, নজরুল ইসলাম ও মোঃ কুদরত।
পরে তাদের সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৫ নাটোর ক্যাম্পের কর্মকর্তা।
এএইচ
আরও পড়ুন