ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

চট্টগ্রামে কৃষি জমি কাটায় ২ লাখ টাকা জরিমানা, স্কেভেটর জব্দ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৪, ১২ মার্চ ২০২৪

চট্টগ্রামের লোহাগাড়ায় কৃষি জমির উপরি ভাগের মাটি (টপসয়েল) কেটে বিক্রির দায়ে খোরশেদ আলম (৪০) নামে এক যুবককে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় মাটিকাটার কাজে ব্যবহৃত ২টি ডাম্পার ট্রাক ও একটি স্কেভেটর জব্দ করা হয়।

মঙ্গলবার (১২ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান।

তিনি বলেন, চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মল্লিক ছোয়াং এলাকায় রাতের আঁধারে কৃষি জমির টপসয়েল কেটে বিক্রি করছিল প্রভাবশালীরা। গোপনে সংবাদ পেয়ে সোমবার (১১ মার্চ) গভীর রাতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ২টি ডাম্পার ট্রাক ও ১টি স্কেভেটর জব্দ করা হয়। সেইসঙ্গে কৃষি জমির টপসয়েল কাটার দায়ে খোরশেদ আলম নামে এক যুবককে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

এসময় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েলসহ পুলিশের একটি টিম অভিযানে অংশ নেন।

অধিকাংশ মাটির ক্ষেত্রে উপরি অংশের ১৫ থেকে ২০ সেন্টিমিটার হচ্ছে টপ সয়েল। যা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কৃষি জমির ক্ষেত্রে এটি আরও বেশি গুরুত্বপূর্ণ। কারণ মাটির এ অংশটিই উদ্ভিদের পুষ্টির ভারসাম্য সরবরাহ করে, বীজের অঙ্কুরোদগম ঘটায় এবং ফসলের জন্য শিকড় তৈরির বীজতলা সরবরাহ করে। 

এ মাটিই উদ্ভিদের অবশিষ্টাংশের পচন এবং পুষ্টিতে সেটি পুনর্ব্যবহারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অসাধু মাটি ব্যবসায়িরা সেই টপসয়েলটিই কেটে নিয়ে যাচ্ছে। এতে কৃষিতে উৎপাদন কমছে ক্রমন্বয়ে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি