ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

গাজীপুরে কুপিয়ে হাতের কব্জি বিচ্ছিন্ন ঘটনায় গ্রেপ্তার ৪

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০৫, ১২ মার্চ ২০২৪

Ekushey Television Ltd.

গাজীপুরের পেয়ারা বাগান এলাকায় কুপিয়ে হাতের কব্জি বিছিন্ন করার ঘটনার অভিযুক্ত ৪ জনকে গ্রেফতার করেছে  মেট্রোপলিটন পুলিশ।

আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন জিএমপি উপ-পুলিশ কমিশনার আবু তোরাব মোহাম্মদ শামছুর রহমান।

এ ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে বাসন থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলার প্রেক্ষিতে সোমবার দুপুরে জিএমপি বাসন থানার একটি চৌকশ টিম অভিযান চালিয়ে রংপুর জেলার পীরগঞ্জ এলাকা থেকে ৩ জনকে ও গাজীপুর থেকে ১ জনসহ অভিযুক্ত ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। 

পরে তাদের দেওয়া তথ্য মতে ভোগড়া পেয়ারা বাগান ভিএন্ড আর গার্মেন্টসের গলির ড্রেন থেকে উক্ত ঘটনায় ব্যবহৃত ২টি ধারালো দা উদ্ধার করে বাসন থানা পুলিশ।

জিএমপি উপ-পুলিশ কমিশনার বলেন, ভিকটিম মাসুদ রানা অভিযুক্ত সুমন মিয়া এবং আসলামকে গ্রেফতারে সহায়তা করায় তাদের মধ্যে শত্রুতা সৃষ্টি হয়। সেই শত্রুতার জের ধরে গত ৯ মার্চ ভোরে নগরীর পেয়ারা বাগান এলাকায় অভিযুক্ত ৪ জন ভিকটিম মাসুদ রানাকে ধারালো দা দিয়ে কুপিয়ে হাতে কব্জি বিছিন্ন করে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি