ঢাকা, বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

চকলেটের প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণ, আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০৯, ১২ মার্চ ২০২৪

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জের সদর উপজেলার পশ্চিম সৈয়দপুর এলাকায় চকলেট ও টেলিভিশন দেখানোর প্রলোভন দেখিয়ে দুই শিশু ধর্ষণের মামলার অভিযুক্ত প্রধান আসামি শিপন আহমেদকে সিলেট থেকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। 

এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পিবিআই'র পুলিশ সুপার আল মামুন শিকদার।

তিনি জানান, ৮ ফেব্রুয়ারি বাদীর দুই মেয়ে শিশুকে বাসায় একা পেয়ে চকলেট ও টিভিতে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে শিপন তার ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে এবং এ কথা কাউকে না জানানোর জন্য হত্যা করে মাটিতে পুতে গুম করার হুমকি দেয়।

পরে শিশুরা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে বিষয়টি তার মা-বাবাকে বলে। 

বিষয়টি পরিবারের লোকজন স্থানীয়দের জানালে তারা বিচার সালিশির আশ্বাস দিলেও আসামিকে পালিয়ে যেতে সহায়তা করে বিচারকরা। বিচার না পেয়ে পরিবার বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা করে। 

প্রযুক্তির মাধ্যমে আসামিকে সিলেট থেকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে আসামি ঘটনার সত্যতা স্বীকার করে আদালতে জবানবন্দী দেয় বলে জানান পুলিশ সুপার।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি