ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

সোমালিয়ায় জাহাজ অপহরণ: বার বার কান্নায় ভেঙ্গে পড়ছেন রাজুর মা

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১০:০৪, ১৪ মার্চ ২০২৪ | আপডেট: ১১:২৮, ১৪ মার্চ ২০২৪

বার বার কান্নায় ভেঙ্গে পড়ছেন রাজুর মা

বার বার কান্নায় ভেঙ্গে পড়ছেন রাজুর মা

ভারতীয় মহাসাগরে সোমারিয়ান জলদস্যু কর্তৃক এম ভি আবদুল্লাহ জাহাজসহ অপহরণকৃত ২৩ জনের মধ্যে মোহাম্মদ আনারুল হক রাজু (২৯) নামে একজনের বাড়ি নোয়াখালীতে। তিনি ওই জাহাজটিতে ‘এবি’ (অ্যাবল সীমেন) হিসেবে কর্মরত আছেন।

অপহৃত মোহাম্মদ আনারুল হক রাজু জেলার কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আজিজুল হক মাস্টারের ছেলে। তিন ভাইবোনের মধ্যে সবার ছোট রাজু।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ৮ বছর যাবত জাহাজে ‘এবি’ হিসেবে কর্মরত আছেন রাজু। সর্বশেষ প্রায় ৪ মাস আগে সে বাড়িতে এসেছিলেন। নিজেদের থাকার ঘরটি ভাঙা থাকার কারণে তখন পাকা ভবন নির্মাণে হাত দেয় রাজু। ঘরের কাজ প্রায় শেষের দিকে। ভবন নির্মাণ শেষ হলে তাকে বিয়ে করানোর কথা পরিবারের। তার জন্য মেয়েও দেখছেন পরিবারের সদস্যরা। 

এরইমধ্যে খবর পায় রাজুসহ ২৩ জনকে তাদের জাহাজ থেকে ডাকাতরা নিয়ে গেছে। এমন খবরে বার বার কান্নায় ভেঙ্গে পড়ছেন তার মা। আতঙ্কিত পুরো পরিবারও। দ্রুত তাকে ফিরিয়ে আনার দাবি স্বজনদের।  

রাজুর বড় ভাই জিয়াউল রনি জানান, বাড়ি থেকে যাওয়ার পর গত নভেম্বরে সে সিঙ্গাপুর থেকে জাহাজে উঠেছিল। গতকাল সে তার মোবাইলে একটি মেসেজ করে যেখানে লেখা ছিলো ‘সোমালিয়ান পাইরেটস অনবোর্ড, বাঁচি থাকলে দেখা হবে, দোয়া কইরেন...’।

এদিকে, অপহৃত ওই জাহাজটিতে মোহাম্মদ সালেহ আহম্মদ নামে নোয়াখালীর আরও একজন রয়েছেন। প্রাথমিকভাবে তার বাড়ি সেনবাগ উপজেলায় জানা গেলেও বিস্তারিত জানা যায়নি।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি