ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫

ফেরি থেকে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় কাভার্ডভ্যান

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪৯, ১৪ মার্চ ২০২৪

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম নৌরুট দৌলতদিয়া-পাটুরিয়া। এই নৌরুটের পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা রোরো ফেরি দৌলতদিয়ায় পৌঁছালে ঘাট থেকে নামতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ডভ্যান পদ্মা নদীতে পড়ে গেছে।

বৃহস্পতিবার সকালে  ৭ নম্বর ফেরিঘাটের এ্যাপ্রোচ সড়কে এই ঘটনা ঘটে।

ফেরি এনায়েতপুরী থেকে উঠার সময় ব্রেক ফেল করে কাভার্ডভ্যানটি পদ্মা নদীতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে চালককে জীবিত উদ্ধার করে নৌপুলিশ। চালক শাহীন সেখ (৩২)কে উদ্ধার  করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কাভার্ডভ্যানটি ৭ নম্বর ফেরিঘাটের অদূরে বালুর চরে আটকে রয়েছে।

দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ফরিদ উদ্দিন বলেন, সকাল পৌনে দশটার সময় পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা রোরো ফেরি এনায়েতপুরী থেকে কাভার্ডভ্যানটি ব্রেক ফেল করে পদ্মা নদীতে পড়ে যায়। কাভার্ডভ্যানটি উদ্ধার করার জন্য বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারি দলকে খবর দেওয়া হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি