ঢাকা, রবিবার   ০৫ জানুয়ারি ২০২৫

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১২:২১, ১৬ মার্চ ২০২৪

গাজীপুরের কালিয়াকৈরে তেলিরচালায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের ঘটনায় ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় রাজমিস্ত্রি মোঃ মনসুর নামে দন্ধ এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় দগ্ধ দুজনের মৃত্যু হল।

বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাউসার আহাম্মেদ। 

জানা যায়, রাজমিস্ত্রি মোঃ মনসুর আজ শনিবার সকালে শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বাড়ি বগুড়ার শিবগঞ্জের মানদহ পূর্বপাড়া গ্রামে। গ্রামের বাড়িতেই তার লাশ দাফনের কথা রয়েছে। 

এর আগে শুক্রবার সকালে ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সোলেমান মোল্লা নামে দগ্ধ এক ব্যক্তির মৃত্যু হয়। ভাঙ্গারি ব্যবসী সোলেমান মোল্লার বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুরের হাটবাওনা গ্রামে।

গত বুধবার বিকালে কালিয়াকৈরের তেলির চালা এলাকায় কলোনিতে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে আগুনে দগ্ধ হন শিশু নারীসহ ৩৬ জন। দগ্ধরা সবাই শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি