ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

কেজি নয়, পিস হিসেবে তরমুজ বিক্রির নির্দেশ

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৪৭, ১৭ মার্চ ২০২৪

নাটরে তরমুজের আড়তে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

নাটরে তরমুজের আড়তে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

আজ রোববার থেকে নাটোরে তরমুজ কেজি হিসেবে বিক্রি নয়, পিস হিসেবে বিক্রির নির্দেশ দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

শনিবার দুপুরে বাজার তদারকি অভিযান থেকে এই নির্দেশনা দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর। 

এ সময় তিনি বলেন, রোববার থেকে কোন ব্যাবসায়ী কেজি হিসেবে তরমুজ বিক্রি করতে পারবেন না। কেজি হিসেবে তরমুজ বিক্রি করলে তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে। 

গতবছর অভিযান চালিয়ে সকল মৌসুমি ফল ব্যবসায়ীকে কেজি হিসেবে তরমুজ বিক্রি না করার নির্দেশ দিয়েছিল জেলা প্রশাসন। কিন্তু এবারও ব্যবসায়ীরা জমি থেকে পিস হিসেবে তরমুজ কিনে এনে বাজারে তা কেজি হিসেবে বিক্রি করছেন। 

ব্যবসায়ীরা ইচ্ছেমতো দাম নির্ধারণ করছেন। সেই দরে ক্রেতাদের কাছে বিক্রি করছেন।

বাজার তদারকি অভিযানে শহরের নিচাবাজারের দুটি ফলের দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বিভিন্ন বিপণীবিতানে ঘুরে ঘুরে পণ্যের সঠিক মূল্য প্রদর্শন এবং ন্যায্যমূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি