ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

বাগেরহাটে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫১, ১৭ মার্চ ২০২৪

বাগেরহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। 

দিনটি উপলক্ষে রোববার (১৭ মার্চ) সকালে বাগেরহাটে প্রশাসন বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বঙ্গবন্ধুর মুর‌্যালে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেন। পরে জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার আবুল হাসনাত খান পুস্পস্তবক অর্পন করেন।

পরে বাগেরহাট-খুলনার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা আক্তার বানু, জেলা পরিষদের প্রধান নির্বাহ ঝুমুর বালা, পিবিআই, বাগেরহাটের পুলিশ সুপার মোঃ আব্দুর রহমান, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. ফরিদ উদ্দিন, সাধারণ সম্পাদক এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্মান বাচ্চু, জেলা যুবলীগের সভাপতি সরদার নাসির উদ্দিন,  সাধারণ সম্পাদক মীর জায়েসী আশরাফি জেমসসহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন, সরকারী বেসরকারী বিভিন্ন দপ্তর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন।

এরপরে শহরের শালতলায় জেলা পরিষদ অডিটরিয়ামে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচলা সভা অনুষ্ঠিত হয়। বিভিন্ন সংগঠনের উদ্যোগে শিশু সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরুস্কার বিতরণ, কেক কাটা ও মিষ্টি বিতরণ করা হয়।

এছাড়া বাগেরহাটের ৯টি উপজেলা ও ৩টি পৌরসভায় পৃথক-পৃথকভাবে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি