ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সন্দ্বীপ প্রেসক্লাবের সাধারণ সভা, ইফতার ও দোয়া মাহফিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৫৫, ১৭ মার্চ ২০২৪

সন্দ্বীপ প্রেসক্লাবের সাধারণ সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ মার্চ) সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্সের খানদানী রেস্টুরেন্টে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এতে সভাপতিত্ব করেন সন্দ্বীপ প্রেস ক্লাবের সভাপতি রহিম মোহাম্মদ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ ওমর ফয়সাল।

ইফতার ও দোয়া মাহফিলে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন বেদন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাঈনউদ্দিন মিশন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ওমর ফারুক, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নেছা চৌধুরী জেসি, মগধরা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, হারামিয়া ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন ও পৌর কাউন্সিলর মোক্তাদের মাওলা ফয়সাল।

এ সময় প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ ও অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মুনাজাত পরিচালনা করেন সন্দ্বীপ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ বেলায়েত হোসেন।

ইফতার পরবর্তি সময়ে সন্দ্বীপ প্রেস ক্লাব কার্যালয়ে সংগঠনের সাধারণ সভায় সহ-সভাপতি পদে প্রতিদ্বন্ধিতাকারী ৭ প্রার্থীর মধ্যে ৪ জনকে নির্বাচিত করতে ক্লাবের ২৬ সদস্য তাদের ভোট প্রদান করেন।

এতে সর্ব্বোচ্চ ২২ ভোট পেয়ে সহ সভাপতি নির্বাচিত হন মোজাম্মেল হোসেন, ইলিয়াস কামাল বাবু , মহিউদ্দিন শাহজাহান ও এমএ হাশেম।

কেআই//

নির্বাচনী বোর্ডে দায়িত্ব পালন করেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ বেলায়েত হোসাইন তালুকদার, বর্তমান সভাপতি রহিম মোহাম্মদ ও বর্তমান সাধারণ সম্পাদক মোহাম্মদ ওমর ফয়সাল।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি