ঢাকা, বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

পিরোজপুরে দুই মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত : ১২:২৩, ১৮ মার্চ ২০২৪

Ekushey Television Ltd.

পিরোজপুরের পাড়েরহাট সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। নিহত দুইজনই মোটরসাইকেলের আরোহী।

আজ সোমবার সকাল সাড়ে নয়টার দিকে শংকরপাশা ইউনিয়নের মল্লিক বাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছে। 

নিহতরা হলেন ভান্ডারিয়ার মাটিভাঙ্গা মোনতাজিয়া দাখিল মাদ্রাসার সহকারি সুপার মাসুম বিল্লাহ (৫৮) ও ইন্দুরকানী উপজেলার উমেদপুর গ্রামের মালেক আকনের ছেলে হাসিব আকন (২২)। 

দুর্ঘটনায় গুরুতর আহত নুরু ও আরিফকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল হাসপাতালে স্থানন্তর করা হয়েছে। 

এ ব্যাপারে বর্তব্যরত ডাক্তার স্বাগত হালদার বলেন, নিহত দুজনকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে। আহত অন্য দুজনের অবস্থা শংকটাপন্ন হওয়ায় তাদেরকে খুলনায় রেফার্ড করা হয়েছে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি