ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

পিরোজপুরে দুই মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত : ১২:২৩, ১৮ মার্চ ২০২৪

পিরোজপুরের পাড়েরহাট সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। নিহত দুইজনই মোটরসাইকেলের আরোহী।

আজ সোমবার সকাল সাড়ে নয়টার দিকে শংকরপাশা ইউনিয়নের মল্লিক বাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছে। 

নিহতরা হলেন ভান্ডারিয়ার মাটিভাঙ্গা মোনতাজিয়া দাখিল মাদ্রাসার সহকারি সুপার মাসুম বিল্লাহ (৫৮) ও ইন্দুরকানী উপজেলার উমেদপুর গ্রামের মালেক আকনের ছেলে হাসিব আকন (২২)। 

দুর্ঘটনায় গুরুতর আহত নুরু ও আরিফকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল হাসপাতালে স্থানন্তর করা হয়েছে। 

এ ব্যাপারে বর্তব্যরত ডাক্তার স্বাগত হালদার বলেন, নিহত দুজনকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে। আহত অন্য দুজনের অবস্থা শংকটাপন্ন হওয়ায় তাদেরকে খুলনায় রেফার্ড করা হয়েছে। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি