ঢাকা, রবিবার   ০৮ সেপ্টেম্বর ২০২৪

সিলিন্ডার বিস্ফোরণ: বোনের পর মারা গেল ভাই তাওহিদ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১১:২৬, ১৯ মার্চ ২০২৪ | আপডেট: ১২:৪৪, ১৯ মার্চ ২০২৪

গাজীপুরের কালিয়াকৈরে তেলিরচালায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ ৭ বছরের শিশু তাওহিদ মারা গেছে। এ নিয়ে এ ঘটনায় ১১ জনের মৃত্যু হল। 

বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাউসার আহাম্মেদ। 

জানা যায়, সোমবার দিবাগত রাতে শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ৭ বছরের শিশু তাওহিদের মৃত্যু হয়। দুদিন পূর্বে তার ৫ বছরের ছোট বোন তায়েবাও মারা যায় একই ঘটনায়।

শিশু তাওহিদের বাড়ির ময়মনসিংহের ফুলবাড়িয়ার বড়ইহাটি গ্রামে। গ্রামের বাড়িতেই তাদের লাশ দাফনের কথা রয়েছে।            

গত বুধবার বিকালে গাজীপুরের কালিয়াকৈরের তেলির চালা এলাকার কলোনিতে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে আগুনে দগ্ধ হয় শিশু-নারীসহ ৩৬ জন। দগ্ধরা শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে।  

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি