ঢাকা, শুক্রবার   ০৮ নভেম্বর ২০২৪

সীমান্তে গুলিতে নিহত কিশোরের লাশ ফেরত দিলো বিএসএফ

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১২:২৩, ১৯ মার্চ ২০২৪

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুরাইছড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি এক কিশোরের লাশ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত বাহিনী।

সোমবার সন্ধ্যায় বিজিবি লাশ গ্রহণ করে সীমান্ত এলাকায় পুলিশের হাতে হস্তান্তর করেছে।  

কুলাউড়া থানা অফিসার ইনচার্জ আলী মাহমুদ জানান, সোমবার বিকালে বিএসএফ লাশ বাংলাদেশে পাঠালে প্রথমে বিজিবি তা গ্রহণ করে। পরে থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয়। লাশ গ্রহণের পর আইনী কার্যক্রম শেষে রাতেই পরিবারের হাতে লাশ তুলে দেয়া হয়েছে।

পুলিশ জানায়, রোববার বিকালে মুরাইছড়া বস্তির আছকির মিয়ার ছেলে সাদ্দাম সাদ্দাম হোসেন (১৫) ও একই গ্রামের মৃত সাদাই মিয়ার ছেলে ছিদ্দেকুর রহমান (৩৪) মুরাইছড়া সীমান্তের শিকরিয়া এলাকায় গরু চড়াতে যায়। একপর্যায়ে তারা সীমান্তের জিরো লাইনের কাছাকাছি চলে যায়। 

এ সময় ভারতের ত্রিপুরা রাজ্যের উনকোটি জেলার মাগুরুলি বিএসএফ ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। গুলিতে ঘটনাস্থলেই মারা যায় কিশোর সাদ্দাম। 

আহতবস্থায় ছিদ্দেক বাংলাদেশ সীমান্তে ফিরে আসলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কুলাউড়া, পরে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে বর্তমানে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি