ঢাকা, শনিবার   ১৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

কক্সবাজারে দুই লাখ পিস ইয়াবা ও অস্ত্রসহ আটক ৪

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৪:১৩, ১৯ মার্চ ২০২৪

Ekushey Television Ltd.

কক্সবাজারে টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ২ লাখ পিস ইয়াবাসহ ৪ জনকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা। এসময় ১টি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড কাতুর্জ উদ্ধার হয়।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে কক্সবাজার র‌্যাব-১৫ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান র‌্যাবের অধিনায়ক লে.কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন।

এইচ এম সাজ্জাদ হোসেন জানান, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের সদস্যরা টেকনাফের হ্নীলা ও হোয়াইক্যং এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন। এসময় টেকনাফ পূর্ব জাদিমুড়া এলাকার ইমান হোসেনের ছেলে ইয়াসিন আরাফাত ওরফে কালু (২১), হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং এলাকার মো: হোসাইনের ছেলে আবুল কাশেম (৩৮), খুলনা জেলার দাকোপ উপজেলার সুতারখালী ইউনিয়নের নওশের মোড়লের ছেলে  নুরুজ্জামান (২৮) ও খুলনা সদর উপজেলার আবুল কালামের ছেলে সাকির আহাম্মদ সাগর (২৬) কে আটক করা হয়। 

আটককৃতদের স্বীকারোক্তি মতে বসত ঘর তল্লাশী করে খাটের নিচ থেকে দুই লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অপরদিকে, টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের রৈক্যংখালী এলাকায় একটি অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। এসময় ১টি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। 

আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াবা ও অস্ত্র ব্যবসা ও পাচারের বিষয়টি স্বীকার করেছে এবং পার্শ্ববর্তী দেশ মিয়ানমার থেকে সিন্ডিকেটের মাধ্যমে পাচার করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতো তারা। 

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় পৃথক মামলা রুজ করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি