ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

অবন্তিকার মৃত্যু: জেলে আম্মান, জামিন পাননি প্রক্টর দ্বীন

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২১, ২০ মার্চ ২০২৪

Ekushey Television Ltd.

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরোজ সাদাত অবন্তিকার আত্মহত্যা প্ররোচনার মামলার আসামি রায়হান সিদ্দিকী আম্মানকে রিমান্ড শেষে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অপর আসামি সহকারী প্রক্টর দ্বীন ইসলামের জামিন আবেদন বাতিল করেছে আদালত।

বুধবার দুপুরে আইনজীবীদের শুনানি শেষে চিফ জুডিশিয়াল আদালতের বিচারক আবু বকর সিদ্দিক আসামি আম্মানকে জেল হাজতে প্রেরণ ও দ্বীন ইসলামের জামিন আবেদন বাতিল করেন।

আজ দুপুরে ২ দিনের রিমান্ড শেষে সহপাঠী রায়হান সিদ্দিক আম্মানকে আদালতে হাজির করে পুলিশ। এর আগে মঙ্গলবার একদিনের রিমান্ড আবেদন শেষ হলে আদালত দ্বীন ইসলামকে জেলে প্রেরণ করেছিলেন।

গত ১৫ মার্চ শুক্রবার রাত ১০টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফাইরোজ সাদাত অবন্তিকা সহকারী প্রক্টর দীন ইসলাম ও তার সহপাঠী আম্মান সিদ্দিকীকে দায়ী করে ফেসবুকে পোস্ট দিয়ে আত্মহত্যা করেন।

এ ঘটনায় অবন্তিকার মা তাহমিনা শবনম বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় আত্মহত্যা প্ররোচনার অভিযোগ এনে সহকারী প্রক্টর দীন ইসলাম ও তার সহপাঠী আম্মান সিদ্দিকীর নামোল্লেখ ও বেশ কয়েকজনকে অজ্ঞাত আসামি করে কোতয়ালী থানায় মামলা দায়ের করেন।

এই মামলায় আম্মান ও দ্বীন ইসলামকে গ্রেপ্তার করে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর করে ডিএমপি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি