ঢাকা, বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

কুমিল্লায় সিগারেট বাকীতে না দেয়ায় ছুরিকাঘাতে দোকানীকে হত্যা

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৫১, ২১ মার্চ ২০২৪

Ekushey Television Ltd.

কুমিল্লার তিতাসে সিগারেট বাকীতে না দেয়ায় তিন সন্তানের জনক মানিক নামের এক দোকানীকে ছুরিকাঘাতে হত্যা করেছে বাহাউদ্দিন ও জালাল উদ্দিন নামের দুই ধূমপায়ী সহোদর।

বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা কানাইনগর গ্রামের ভূঁইয়া বাড়ীতে এ ঘটনা ঘটে। নিহত মানিক ওই গ্রামের মো. মোখলেস ভূঁইয়ার ছেলে।

নিহতের স্ত্রী তাসলিমা আক্তার জানায়,  সিগারেট বাকীতে না দেওনা নিয়ে দ্বন্দ্বে জড়ালে  প্রতিবেশী ভূঁইয়া বাড়ীর নায়েব আলীর ছেলে বাহাউদ্দীন ও জালালউদ্দীন গলায়  ছুরি মেরে তার স্বামী মানিক মিয়াকে হত্যা করে। এর আগেও তারা বাকী নিয়ে অনেক টাকা জমিয়েছে, আর সেই টাকা চাইতে গেলে কয়েকবার তার স্বামীকে মারধর করে।

মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত  চিকিৎসক অপারগতা জানালে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ায় সময় পথিমধ্যে মানিক মৃত্যুবরণ করে।

এ ব্যাপারে তিতাস থানা অফিসার ইনচার্জ কাঞ্চন কান্তি দাস বলেন, আমরা শুনেছি সিগারেট বাকী না দেয়ায় মানিক নামের এক দোকানীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে খুনীদের গ্রেফতারে সর্বোচ্চ চেষ্টা করছি।

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি