ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

দম ফেলার ফুসরত নেই গাইবান্ধার দর্জিপাড়ার কারিগরদের

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত : ১২:০৬, ২৩ মার্চ ২০২৪

দর্জিপাড়ায় মন্দা ভাব গেলেও আসন্ন ঈদ উপলক্ষে এবার গাইবান্ধার দর্জিপাড়া মোটামুটি জমে উঠেছে। দম ফেলার ফুসরত নেই কারিগরদের। মালিকরাও কাজ নিয়ে মহাব্যস্ত। তবে মজুরী নিয়ে মালিক-শ্রমিকদের মধ্যে নানা অভিযোগ রয়েছে।

বসে থাকার চেয়ে এবার ঈদের ব্যস্ততা নিয়ে খুশি কারিগররা। 

অন্যান্য ব্যবসার মতো ঝিমিয়ে পড়েছে দর্জি পাড়ার ট্রেইলারগুলো। গাইবান্ধা জেলার সাত উপজেলা সাদুল্লাপুর ,সাঘাটা , গোবিন্দগঞ্জে , পলাশবাড়ি, সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও গাইবান্ধা সদর উপজেলায় ৪ শতাধিক দর্জি কারখানার মধ্যে অনেকগুলোর দরোজা বন্ধ হয়ে গেছে। 

এই শিল্পের সাথে জড়িত অন্তত ১১ হাজার শ্রমিকের মধ্যে অনেকে অন্য পেশায় জড়িয়ে পড়েছে। 

তবে এবার প্রথম রমজান থেকে দর্জিপাড়ায় ক্রেতাদের ভীড় লক্ষ্য করা গেছে । কাজও ভালো,মজুরিও ভালো পাচ্ছেন বলে জানান কারিগররা।

আসন্ন পবিত্র রমজানের ঈদ। কাটা কাপড়ের দোকানী ও ক্রেতারাও ব্যস্ত। পছন্দের পোষাক বানাতে কাপড় কিনেই যাচ্ছেন ট্রেইলারগুলোতে। 

কাজের ব্যস্ততা নিয়ে শ্রমিকরা তাদের অন্য সময়ের ক্ষতি পুষিয়ে নিতে রাত-দিন কাজ করে যাচ্ছেন। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি