ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

অবন্তিকার আত্মহত্যা: নিহতের মায়ের সঙ্গে কথা বলেছে তদন্ত কমিটি

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১২:৩০, ২৩ মার্চ ২০২৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় গঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি অবন্তিকার আত্মহত্যার স্থান পরিদর্শন ও অবন্তিকার মার সঙ্গে দেখা করে কথা বলেছেন। 

শুক্রবার সকাল ১০টায় তদন্ত কমিটির সদস্যরা কুমিল্লা নগরির বাগিচাগাঁওয়ের অরনিকা পার্কের বাসার দ্বিতীয়তলায় ঘটনাস্থলে আসেন।
 
উক্ত তদন্ত কমিটির সদস্যরা দীর্ঘ আড়াই ঘন্টা অবন্তিকার মা তাহমিনা শবনমের সঙ্গে আত্মহত্যার বিষয় নিয়ে কথা বিভিন্ন বিষয়ে জানতে জান।

পরে সাংবাদিকের সঙ্গে তদন্ত কমিটির প্রধান অধ্যাপক ড. জাকির হোসেন জানান, আমরা ঘটনার তদন্ত চালাচ্ছি। অবন্তিকার মায়ের সঙ্গে কথা বলে এ বিষয়ে আরেও জানার চেষ্টা চালাচ্ছি।

অবন্তিকার মা তাহমিনা শবনম জানান, তদন্ত কমিটি তথ্য নিয়েছেন। উনার বলেছেন ন্যায়বিচার পাবো।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি