ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

ঈদের আগে রেলে ভাড়া বাড়বেনা: রেলমন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০৫, ২৩ মার্চ ২০২৪

রেলপথ মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম বলেছেন, সিদ্ধান্ত নেয়া হয়েছে ঈদের আগে রেলের ভাড়া বাড়ানো হবে না। ভাড়া বাড়ানোর বিষয়ে আরও আলোচনা হচ্ছে। কুমিল্লায় বিজয় এক্সপ্রেস দুর্ঘটনায় কারো কোন গাফেলতি (শৈথিল্যতা) থাকলেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে মন্তব্য করেন তিনি।

শনিবার কুমিল্লার নাঙ্গলকোট তেজের বাজারে বিজয় এক্সপ্রেসের দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে এসব কথা বলেন মন্ত্রী। 

রেলমন্ত্রী বলেন, সরকার সাধারণ মানুষের নিরাপদ রেলযাত্রা নিশ্চিত করতে চায়। তাই ঈদের আগে রেলে ভাড়া বাড়ানো হবেনা।
 
এসময় জাতীয় সংসদের রেলপথ বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি এবিএম ফজলুল করিম চৌধুরী এমপিসহ রেলপথ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এর আগে ১৭ মার্চ দুপুর ১১টা ৪০ মিনিটে চট্টগ্রাম থেকে জামালপুরের উদ্দেশ্যে রওনা হয় বিজয় এক্সপ্রেস। দুপুর পৌনে ২টায় নাঙ্গলকোটের হাসানপুরে পৌঁছালে তেজের বাজার এলাকায় বগি থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ট্রেনের ইঞ্জিন। ১৫ ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে পরদিন ভোর ৫টায় চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সচল হয়।

নিরবিচ্ছিন্ন কাজ করে ৪ দিন পর সম্পূর্ণ উদ্ধার কাজ শেষ করে রেলওয়ে। 

এই ঘটনায় নাশকতার অভিযোগে লাকসাম রেলওয়ে থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় চারজন ১৮ বছরের কম বয়সীকে গ্রেপ্তার করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি