ঢাকা, বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

মুন্সিগঞ্জের গুদামের আগুন ১৫ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

মুন্সিগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ১১:০৭, ২৫ মার্চ ২০২৪

Ekushey Television Ltd.

মুন্সিগঞ্জের গজারিয়ায় প্লাইবোর্ড তৈরির কারখানার গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। 

ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের টানা ১৫ ঘণ্টা চেষ্টায় সোমবার ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

সকাল ৯টার  দিকে ফায়ার সার্ভিসের গজারিয়া ইউনিটের স্টেশন অফিসার রিফাত মল্লিক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, এখন আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। তবে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এখনও কাজ করছে। ভিতরে পাটখড়িসহ দাহ্য পদার্থ থাকায় ওগুলোর মধ্যে এখনও অল্প পরিমাণে আগুন জ্বলছে। সেগুলোর স্তূপ ভেঙে ভেঙে আগুন নেভাতে হচ্ছে।

আগুনের উৎস সম্পর্কে বিস্তারিত জানা যায়নিম ক্ষয়ক্ষতির পরিমাণও নির্ধারণ করা যায়নি বলে জানান তিনি।

এর আগে রোববার দুপুরে আগুনের সূত্রপাত হয়। পরে বাতাসের কারণে আগুন ছড়িয়ে পড়ে সম্পূর্ণ কারখানায়। শ্রমিক ও স্থানীয় লোকজন নেভানোর চেষ্টা করেন। তবে বাতাসের কারণে আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় তারা ব্যর্থ হন। গুদামের পাশেই নদীতে পাটখড়িবোঝাই তিনটি ট্রলার ছিল। গুদামের আগুনের ফুলকি বাতাসের মাধ্যমে ওই ট্রলারগুলোয় পড়লে মালামালসহ ট্রলারও পুড়ে যায়। 

পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে মুন্সীগঞ্জ-নারায়ণগঞ্জ ও ঢাকা থেকে একে একে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়।

এদিকে, আগামী সাতদিনের মধ্যে ঘটনার তদন্ত করে তদন্ত রিপোর্ট জেলা প্রশাসক কাছে জমার নির্দেশনা দিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমানকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. রাজিব খান বলেন, প্লাইবোর্ড কারখানার আগুন বর্তমানে নিয়ন্ত্রণে আছে। তবে ভালো করে পরীক্ষা নিরীক্ষা চলছে কোথাও আগুন জ্বলছে কিনা।  

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি