ঢাকা, মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪

মাদারীপুরে মোটরসাইকেলসহ চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৪:০৮, ২৫ মার্চ ২০২৪

মাদারীপুরে একটি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। 

রোববার রাতে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের বাজিতপুর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলেন, মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার সেলিম মিয়ার ছেলে তোফাজ্জেল হোসেন তুফান (৩৪) এবং শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের নুরুদ্দিন হাওলাদারের ছেলে মো. মহিত হাওলাদার (৪০)।

সোমবার (২৫ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম  সালাউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে তোফাজ্জেল হোসেন তুফান ও মহিত হাওলাদারকে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে ঢাকা মেট্রো হ-৬৫-৩০৫৮ নাম্বারে একটি চোরাই বাজাজ মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, আটক আসামিরা চোরাই মোটরসাইকেল সংগ্রহ করে ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত। আটক দুই জনের নামে মামলা প্রক্রিয়ার চলমান রয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি