ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

নরসিংদীতে বিভিন্ন কর্মসূচিতে পালিত হচ্ছে স্বাধীনতা দিবস

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত : ১১:০৪, ২৬ মার্চ ২০২৪

বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে নরসিংদীতে পালিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। প্রত্যুষে ৩১বার তোপধ্বনির মধ্যদিয়ে দিনের কর্মসূচির সূচনা হয়। 

এরপর সকালে শহিদ মুক্তিযোদ্ধা বেধিতে পুস্পস্তবক অর্পণ এবং পরে নরসিংদীর মুছলেহ উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় কুজকাওয়াজ। 

এছাড়াও দিনব্যাপী চিত্র প্রদর্শনী, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধণাসহ জেলা জুড়ে নানান আয়োজন থাকছে স্বাধীনতা ও জাতীয় দিবসকে কেন্দ্র করে।

নরসিংদী জেলা প্রশাসনের আয়োজনে কর্মসূচির অংশ হিসেবে কুজকাওয়াজে সালাম গ্রহণ করেন নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলম। এসময় নরসিংদীর পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানসহ জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি