ঢাকা, বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

প্রাইভেটকারের ধাক্কায় ভ্যানচালক নিহত, পথচারী আহত

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২৩, ২৬ মার্চ ২০২৪ | আপডেট: ১৫:২৪, ২৬ মার্চ ২০২৪

Ekushey Television Ltd.

গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রাইভেটকারের ধাক্কায় এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন এক পথচারী। 

মঙ্গলবার দুপুরে দক্ষিণ সালনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দক্ষিণ সালনা এলাকায় ঢাকাগামী প্রাইভেটকারের সাথে উল্টো দিক থেকে বেকারি ভ্যানের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ভ্যানচালক নিহত হন। আহত হন এক পথচারী।

আহত ব্যক্তিকে উদ্ধার করে একটি স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তেরর জন্য শহিদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল হাসপাতালে পাঠায়।

সদর থানার অফিসার্স ইনচার্জ রাফিউল করিম জানান, এই ঘটনায় গাড়িটি জব্দ করা হয়েছে। তবে পালিয়ে গেছে চালক।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি