ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নওগাঁয় স্কুলছাত্রী অপহরণের ঘটনায় যুবক আটক

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫২, ২৬ মার্চ ২০২৪

Ekushey Television Ltd.

নওগাঁর মহাদেবপুরে স্কুলছাত্রী (১৫) অপহরণের ঘটনায় নান্নু হোসেন (১৯) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব। 

মঙ্গলবার দুপুরে এ তথ্য জানায় র‌্যাব। এর আগে সোমবার রাত ৮টায় গাজীপুরের টঙ্গীপূর্ব বাইগারটেক এলাকা থেকে তাকে আটক করা হয়। 

আটক নান্নু হোসেন মহাদেবপুর উপজেলার জন্তইল গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

র‌্যাব জানায়, ওই ছাত্রী মহাদেবপুর কাঞ্চন উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীতে পড়াশুনা করে। গত বছরের ২৪ সেপ্টেম্বর সকাল ১০টায় স্কুলের পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপর পৌঁছালে অপহরণকারী নান্নু হোসেনসহ কয়েকজন তার মুখ চেপে ধরে সিএনজিতে উঠিয়ে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়।

পরবর্তীতে ভুক্তভোগীর পরিবার অনেক খোঁজাখুজির পর তাকে না পেয়ে মহাদেবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। থানায় মামলা রুজুর পর অপহরণকারী নান্নু ভুক্তভোগীকে নিয়ে আত্মগোপনে থাকে। 

র‌্যাব-৫ এর একটি আভিযানিক দল অপহরণকারী নান্নুকে গ্রেফতারে মাঠে নামে। গোপন সংবাদে র‌্যাব-১র সহায়তায় গাজীপুরের টঙ্গীপূর্ব বাইগারটেক এলাকা থেকে নান্নুকে আটক করাসহ ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।

পরবর্তীতে উদ্ধারকৃত ভুক্তভোগী আটক আসামিকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে মহাদেবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি