ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

কুমিল্লায় স্বামী হত্যার দায়ে স্ত্রীসহ ৪ জনের মৃত্যুদণ্ড

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫৪, ২৭ মার্চ ২০২৪

কুমিল্লার হোমনায় প্রবাসী স্বামী হত্যার দায়ে স্ত্রীসহ চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত।

বুধবার (২৭ মার্চ) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন। 

দণ্ডপ্রাপ্ত চার আসামি পলাতক রয়েছেন।

এই মামলায় নির্দোষ প্রমাণিত হয় মোঃ শাহজাহান নামে এক আসামিকে বেকসুর খালাস প্রদান করেন বিচারক।  মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মোঃ আবু ইউসুফ মুন্সী বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, ২০১৩ সালের ৯ জুন ঢাকায় যাবার উদ্দেশ্যে হোমনার বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন আবদুল জলিল৷ পরদিন বাহের খোলা এলাকার রাস্তার পাশ থেকে জলিলের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় অজ্ঞাতদের আসামি করে হোমনা থানায় মামলা দায়ের করেন নিহতের ভাই তাজুল ইসলাম।

পরে আব্দুল জলিলের স্ত্রী শাহানাজ বেগম, মোঃ শাহজাহান, মোঃ কুদ্দুস মিয়া, আবদুল খালেক ও মোঃ রাজিব নামে ৫ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেয় তদন্তকারী কর্মকর্তা।

রাষ্ট্রপক্ষ এ মামলায় মোট ১৪ জন স্বাক্ষীর সাক্ষ্য শেষে অভিযোগ প্রমানিত হওয়ায় আদালত চারজনকে মৃত্যুদণ্ডাদেশ দেন। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি