ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

তাড়াশে ট্রাকের ধাক্কায় কিশোর নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০০, ২৭ মার্চ ২০২৪

সিরাজগঞ্জের তাড়াশে ট্রাকের ধাক্কায় সায়েম আলী (১৬) নামক এক কিশোর নিহত হয়েছে। 

বুধবার ভোরে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের খালকুলা বাজার সংলগ্ন জনতা হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সায়েম আলী পাবনা জেলার সাঁথিয়া উপজেলার সাঁথিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ জানান, বুধবার ভোরে নাটোরের দিকে যাওয়া ট্রাকটি হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের খালকুলা বাজারে পথচারী সায়েম আলীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। 

পুলিশ মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে তাড়াশ থানায় একটি মামলা দায়ের করেছেন। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি