ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

নিখোঁজের ২৪ ঘন্টা পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০৭, ২৭ মার্চ ২০২৪

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে মেঘনা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মোঃ শওকত মিয়া (১১) নামে এক মাদ্রাসার ছাত্র। ২৪ ঘণ্টা পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৭ মার্চ) উপজেলার পানিশ্বহর ইউনিয়নের দেওবাড়ীয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হবিগঞ্জ জেলার সায়েস্তাগঞ্জ উপজেলার পুরাসুন্দা গ্রামের মৃত আক্তার হোসেনের ছেলে সরাইল থানাধীন পানিশ্বর ইউনিয়নের দেওবাড়ীয়া গাউছিয়া সুন্নিয়া হাফিজীয়া মাদ্রাসার ছাত্র শওকতসহ কয়েকজন মিলে মেঘনা নদীতে গোসল করতে যায়। গোসল করার সময় এক পর্যায়ে শওকত পানিতে ডুবে নিখোঁজ হয়। 

তখন তার সহপাঠীরা খোঁজাখুজি করে না পেয়ে মাদ্রাসায় শিক্ষকদের জানালে পরেরদিন বুধবার সকালে ডুবুরির মাধ্যমে খোঁজাখুজি করে নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি