ঢাকা, শুক্রবার   ০৮ নভেম্বর ২০২৪

কবিরহাটে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৩, ২৭ মার্চ ২০২৪ | আপডেট: ১৫:৪৪, ২৭ মার্চ ২০২৪

নোয়াখালীর কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নে হাত-মুখ ধুতে গিয়ে পুকুরের পানিতে ডুবে বিবি ফাতেমা (৭) ও আবিদ হোসেন (৪) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা আপন ভাইবোন।

বুধবার সকাল ৮টার দিকে রামেশ্বপুর গ্রামের সরআলী মাঝি বাড়ির পুকুর থেকে নিহতদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। 

নিহতরা ওই বাড়ির আবদুল হাইয়ের ছেলেমেয়ে। তিন ভাইবোনের মধ্যে তারা মেঝ ও ছোট ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পরিবারের লোকজনের অজান্তে দাঁতের ব্রাশ নিয়ে ঘর থেকে বের হয়ে যায় আবদুল হাইয়ের মেঝ মেয়ে ফাতেমা ও ছোট ছেলে আবিদ। ব্রাশের পর হাত মুখ ধুতে বাড়ির পুকুর ঘাটে যায় তারা দুজন। এর কোন একসময় বাড়ির লোকজনের অজান্তে পুকুরে পড়ে যায় তারা।

দীর্ঘ সময় ধরে তাদের দেখতে না পেয়ে শুরু হয় খোঁজাখুজি। এর একপর্যায়ে বাড়ির পুকুরে তাদের দুজনের মৃতদেহ ভাসতে দেখে উদ্ধার করা হয়।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ধারণা করা হচ্ছে হাত-মুখ ধোয়ার সময় পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হবে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি