ঢাকা, সোমবার   ০৬ জানুয়ারি ২০২৫

কচুরিপানা তুলতে গিয়ে দুই বোনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি 

প্রকাশিত : ০৯:৩৬, ২৮ মার্চ ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুকুর থেকে কচুরিপানা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে। 

বুধবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের বিদ্যাকুট গ্রামে এ ঘটনা ঘটে। বিদ্যাকুট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকারুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত হচ্ছে বিদ্যাকুট পশ্চিম পাড়ার ব্যাপারী বাড়ির সামির হোসেনের মেয়ে সিজামনি (৬) ও আব্দুল আলী মিয়ার মেয়ে তাকিয়া (৫)। সিজামনি বিদ্যাকুট পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুরে বাড়ির পাশ্ববর্তী পুকুরে তাকিয়া ও সিজামনি কচুরিপানা আনতে গিয়ে পানিতে পড়ে ডুবে যায়। অনেক খুঁজাখুজি পর দুপুর ২টার দিকে পুকুরে তাদের লাশ ভেসে উঠে। 

দুই শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি