ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

নির্মাণাধীন বাড়ি থেকে তরুণীর মরদেহ উদ্ধার, আটক ৩

রাজশাহী বিভাগীয় প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৪৯, ২৮ মার্চ ২০২৪ | আপডেট: ০৯:৫০, ২৮ মার্চ ২০২৪

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গোগ্রাম এলাকায় নির্মাণাধীন বাড়ি থেকে এক তরুণীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।

বুধবার দুপুরে স্থানীয়রা লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। 

নিহত তরুণী সন্ধ্যা রানী (২০) গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলা শীশা বাঁশপীর গ্রামের হরিলালের মেয়ে।

গ্রেপ্তারকৃতরা হলেন, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা শীশা বাঁশপীর গ্রামের হরিলাল দাসের ছেলে ফুলবাবু রবি দাস (২৫), তার স্ত্রী মিনতি দাস (২৫) ও গোদাগাড়ী উপজেলার লালপুকুর গ্রামের আওয়াল হোসেনের ছেলে আদিল আহমেদ পলক (১৯)। ফুলবাবু রবি দাস নিহত সন্ধ্যা রানীর সৎভাই।

গোদাগাড়ী থানার ওসি আবদুল মতিন জানান, নির্মাণাধীন বাড়িটি এলাকার পিয়াস নামের এক ব্যক্তির। একসঙ্গে বাড়ির নিচতলা ও দোতলার কাজ চলছে। বাড়িটিতে এখনও কেউ থাকেন না। দোতলার নির্মাণাধীন বাথরুমের ভেতরে তরুণীর লাশটি পড়েছিল। লাশের পাশে রক্ত গড়িয়ে গেছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) টিম সুরুতহাল প্রতিবেদন তৈরি করার পর লাশ উদ্ধার করা হয়। 

ওসি আরও বলেন, গোগ্রাম এলাকায় ফুলবাবু রবিদাস, তার স্ত্রী ও বোন সন্ধ্যা রানী ভাড়া বাড়িতে থেকে শ্রমিকের কাজ করতেন। সন্ধ্যা রানীর সঙ্গে তার ভাবি ও সৎভায়ের ঝগড়া হয়। এরই জের ধরে সন্ধ্যা রানীকে ঘুমের ওষুধ খাইয়ে প্রথমে অচেতন করে। পরে ছুরিকাঘাতে তাকে হত্যা করে বলে গ্রেপ্তারকৃতরা স্বীকারক্তি দিয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি