ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

বাসের ধাক্কায় পুলিশ কনস্টেবল নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৫৯, ২৮ মার্চ ২০২৪

নারায়ণগঞ্জের আড়াইহাজারে দায়িত্ব পালনকালে বাসের ধাক্কায় আব্দুল গফুর নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। 

বুধবার (২৭ মার্চ) দুপুর সাড়ে ১২টায় ঢাকা-সিলেট মহাসড়কের ছনবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।  

নিহত আব্দুল গফুর নারায়ণগঞ্জের ট্রাফিক বিভাগের (কনস্টেবল নং ৯৬১) কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি জামালপুর জেলায় ও তার বাবার নাম দুলু মণ্ডল। 

স্থানীয় সূত্রে জানা গেছে, মহাসড়কের দায়িত্ব পালনকালে নরসিংদী থেকে ঢাকামুখি সোহাগ পরিবহনের একটি বাস পুলিশ সদস্য আব্দুল গফুরকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে রূপগঞ্জের ইউএস বাংলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান উল্লাহ বলেন, ‘ভুটানের রাজা আড়াইহাজারে আসার ফলে পুরো উপজেলায় সড়ক ও মহাসড়কে ট্রাফিক পুলিশ তৎপর ছিলেন। এ সময় দায়িত্বপালনকালে ট্রাফিক পুলিশের সদস্য আব্দুল গফুরকে পেছন থেকে একটি বাস ধাক্কা দেয়। পরে তার মৃত্যু হয়। লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। 

পরে ঘাতক বাসটি আটক করা হয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি