ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কালকিনিতে ব্যাগভর্তি হাতবোমাসহ আটক ১

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৪৬, ৩০ মার্চ ২০২৪

Ekushey Television Ltd.

মাদারীপুরের কালকিনিতে ব্যাগভর্তি হাতবোমা সহ নাসির কাজি (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

শুক্রবার (২৯ মার্চ) বিকালে উপজেলার ফাঁসিয়াতলা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত নাসির কাজী কুমিল্লা জেলার বাচ্চু কাজীর ছেলে। সে দীর্ঘদিন ধরে মাদারীপুরের কালকিনিতে অবস্থান করে বোমাসহ বিভিন্ন ধরনের অস্ত্রের ব্যবসা করে আসছিল।

পুলিশ জানায়, শুক্রবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি উপজেলার ফাঁসিয়াতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা একটি স্কুলব্যাগ হতে ৫টি তাজা শক্তিশালী হাতবোমা উদ্ধার করা হয়।

পরে শুক্রবার রাতে ঢাকা থেকে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা গিয়ে বোমগুলো নিষ্ক্রিয় করে।

এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ব্যাগভর্তি ৫টি তাজা হাতবোমাসহ একজনকে আটক করা হয়েছে। পরে ঢাকা থেকে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা গিয়ে বোমগুলো নিষ্ক্রিয় করে। 

এলাকার নিরাপত্তার জন্য বিশেষ নজরদারীর পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ওসি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি