ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ভারতে পাচার হওয়া ১২ বাংলাদেশি নারীকে হস্তান্তর

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৫৩, ৩০ মার্চ ২০২৪

ভারতে পাচারের শিকার ১২ বাংলাদেশি নারীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত সরকারের দেয়া বিশেষ ট্রাভেল পারমিটে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় ভারতের পেট্রাপোল চেকপোস্ট দিয়ে ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন। ফেরত আসা ৭ নারীর বাড়ি বরিশাল, চাঁদপুর, নরসিংদী, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে।

পুলিশ জানায়, ভাল কাজের প্রলোভনে পড়ে এরা দালালদের মাধ্যমে বিভিন্ন সীমান্ত পথে ভারতে যায়। এরপর বাসা বাড়িতে কাজ করার সময় তারা ভারতীয় পুলিশের হাতে আটক হয়। পরে পুলিশ আদালতে সোপর্দ করলে ভারতীয় মানবাধিকার সংস্থা তাদের ছাড়িয়ে ‘রেসকিউ ফাউন্ডেশন’ নামের একটি শেল্টার হোমে রাখে। 

কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে ট্রাভেল পারমিটে এরা আজ দেশে ফেরার সুযোগ পায়। পরে ফেরত আসাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, থানার আনুষ্ঠানিকতা শেষে জাস্টিস এন্ড কেয়ার নামের একটি মানবাধিকার সংস্থার কাছে তাদের হস্তান্তর করা হবে। পরে তারা তাদের পরিবারের হাতে তুলে দিবেন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি