ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

ঝিকরগাছায় বিদেশি পিস্তল-ম্যাগজিনসহ আটক ৩

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১২:০৬, ৩০ মার্চ ২০২৪

যশোরের ঝিকরগাছায় ডিবির অভিযানে বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন ও ছয় রাউন্ড গুলিসহ ৩ জনকে আটক করা হয়েছে। 

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে লাউজানি রয়েল স’মিলের সামনে থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত জিপ গাড়ি জব্দ করা হয়েছে। 

আটকরা হলেন পিরোজপুর সদরের নরখালী গ্রামের মনির শেখের ছেলে রাজিব শেখ, বাগেরহাটের রামপাল উপজেলার সায়রাবাদ গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে জিলান শেখ ও খুলনার খানজাহান আলী থানার জগিপুর গ্রামের তোরাব শেখের ছেলে মেহেদী হাসান।

বিষয়টি নিশ্চিত করে ডিবির ওসি রুপন কুমার সরকার জানান, খবর পেয়ে সেখানে তল্লাশি চৌকি বসানো হয়। জীপ গাড়িটি আসতে দেখে থামানোর সিগন্যাল দেয় ডিবির দল। পরে তাদের কাছ থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। 

আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, মাদক, চুরিসহ বিভিন্ন অপরাধের একাধিক মামলা রযেছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি