ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

সিরাজগঞ্জে নির্মাণাধীন ব্রিজের গার্ডার ধসে শ্রমিক নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০১, ২ এপ্রিল ২০২৪ | আপডেট: ১৬:০৩, ২ এপ্রিল ২০২৪

সিরাজগঞ্জ ইকোনমিক জোনে নির্মাণাধীন ব্রিজের গার্ডার ধসে এক শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ২ জন।

মঙ্গলবার দুপুরে সদর উপজেলার সয়দাবাদে নির্মাণাধীন ইকোনমিক জোনে এই ঘটনাটি ঘটে।

গার্ডারের নিচে চাপা পড়ে নিহত শ্রমিক জুবায়ের হোসেন সিরাজগঞ্জ পৌর এলাকার মিরপুর মহল্লার মাহমুদ আলীর ছেলে। আহতরা হলেন সদর উপজেলার রাজাপুর গ্রামের জহুরুল ইসলাম ও নওগার মান্দা উপজেলার সবুজ।

ফায়ার ব্রিগেড ও সিভিল ডিফেন্স সিরাজগঞ্জ স্টেশনের সহকারি পরিচালক আব্দুল মান্নান জানান, আজ বেলা সাড়ে ১১টার সময় বেসরকারি উদ্যোগে নির্মাণাধীন সিরাজগঞ্জ ইকোনমিক জোনের একটি ব্রিজের তিনটি গার্ডার হঠাৎ ধসে পড়ে। এসময় গার্ডারের নিচে চাপা পড়ে একজন ও আহত হয় আরও ২ জন। 

খবর পেয়ে ফায়ার ব্রিগেডের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তিন ঘন্টার চেষ্টায় আটকেপড়া শ্রমিকের মরদেহ উদ্ধার করে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি