ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

কালকিনিতে হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৩০, ৪ এপ্রিল ২০২৪

তীব্র গরমের মধ্যে জমিতে কাজ করতে গিয়ে মাদারীপুরের কালকিনিতে শুকুর আলী (৫৫) নামে এক কৃষক হিটস্ট্রোক করে মৃত্যুবরণ করেছেন। 

বুধবার (৩ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। 

নিহত শুকুর আলী উপজেলার পুর্ব এনায়েতনগর এলাকার পুর্ব আলীপুর গ্রামের শফি আকনের ছেলে।

নিহতের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, কৃষক শুকুর আলী রোদের মধ্যে তার বাড়ির পাশের একটি জমিতে কাজ করতে যান। এ সময় হিটস্ট্রোক করে গুরুতর অসুস্থ্য হয়ে পড়েন তিনি। পরে স্থানীয়রা শুকুর আলীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। 

এ বিষয়ে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জাহিদ হাসান জানান, শুকুর আলী অতিরিক্ত গরমের ফলে হিটস্ট্রোক করে মারা গেছেন।

পুর্ব এনায়েতনগর ইউপি চেয়ারম্যান নেয়ামুল আকন জানান, গরমের ভেতর জমিতে কাজ করতে গিয়ে শুকুর হিটস্ট্রোক করে মারা যান।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি সরকার আবদুল্লাহ মামুন জানান, হিটস্ট্রোকে এক কৃষকের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি দুঃখজনক।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি