ঢাকা, মঙ্গলবার   ৩১ ডিসেম্বর ২০২৪

নরসিংদীতে নগদের কর্মীকে গুলি, ৬০ লাখ টাকা ছিনতাই

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত : ১২:৩৭, ৪ এপ্রিল ২০২৪

নরসিংদীর রায়পুরায় নগদের দুইকর্মীকে গুলি করে ৬০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদে এই ঘটনা ঘটে। 

গুলিতে আহতরা হলেন, নরসিংদীর পলাশ উপজেলার ইছাখালি এলাকার চাঁন মিয়ার ছেলে মো: শাহিন মিয়া (২৫) এবং একই উপজেলার রশিদ পাঠানের ছেলে দেলোয়ার হোসেন (৫০)।

জানা গেছে, প্রতিদিনের ন্যায় নগদের নরসিংদী ডিপো থেকে মোটরসাইকেলযোগে রায়পুরায় যাচ্ছিলেন শাহিন এবং দেলোয়ার। এসময় আমীরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ বাজার সংলগ্ন বীজের কাছে পৌঁছালে অপর এক মোটরসাইকেল থেকে দুই ছিনতাইকারী তাদেরকে লক্ষ্য করে গুলি করে। এরপর তাদের সঙ্গে থাকা ৬০ লাখ টাকা নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। 

পরে নগদের দুই কর্মিকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাফায়েত হোসেন পলাশ বলেন, ধারণা করা হচ্ছে নরসিংদীর হেমন্দ্রসাহার মোড় নগদ অফিস থেকে বের হওয়ার পরই তাদেরকে লক্ষ্য করছিল ছিনতাইকারী চক্রটি। হাসনাবাদ এলাকা অতিক্রম করার সময় তাদের গতিরোধ করে গুলি ছুড়ে। এসময় তাদের কাছ থেকে আনুমানিক ৬০ লাখ টাকা ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলযোগে পালিয়ে যায় ছিনতাইকারীরা। 

নগদ কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত অভিযোগের প্রেক্ষিতে কাজ করছে পুলিশ, জানান ওসি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি