ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

গাজীপুরে কাভার্ডভ্যান চাপায় বিআরটি শ্রমিকের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৪:০৩, ৪ এপ্রিল ২০২৪

গাজীপুরের চান্দনা চৌরাস্তায় কাভার্ডভ্যানের চাপায় এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় কাভার্ডভ্যানটি জব্দ ও চালককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বাসন থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক।

নিহত নির্মাণ শ্রমিক লাবলু মিয়ার বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার শিব দেউল পাড়া গ্রামের। তিনি ইটাহাটা এলাকার ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ কর্মকর্তা বলেন, বিআরটি প্রকল্পের ফ্লাইওভারে নির্মাণ কাজের শ্রমিক ছিলেন লাবলু মিয়া। ভোর রাতে তিনি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় রাস্তা পার হওয়ার সময় একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

ঘটনার পর পুলিশ কাভার্ডভ্যানটি জব্দ ও চালক নাজমুল হককে আটক করে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি