ঢাকা, মঙ্গলবার   ৩১ ডিসেম্বর ২০২৪

পিকআপে চুরি করা গরুসহ পুলিশের হাতে আটক ২

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৪:২১, ৪ এপ্রিল ২০২৪

মাদারীপুরে দুটি চোরাই গরুসহ ২ চোরকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ।

মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক সড়কের মাদারীপুর পৌর এলাকার কুলপদ্দি চৌরাস্তা থেকে বুধবার দিবাগত রাত তিনটার দিকে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর থানা পুলিশের একটি দল রাতে কুলপদ্দি চৌরাস্তায় একটি চেকপোস্ট বসায়। সেখান দিয়ে রাত আড়াইটার দিকে দুটি গরু নিয়ে শরীয়তপুরের দিকে যাওয়ার সময় পিকআপভ্যান থামিয়ে দুজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। সেসময় তাদের এলোমেলো কথায় ডিউটিরত কর্মকর্তার সন্দেহ হলে মো. তরিকুল মোল্লা (২৭) ও পিকআপ চালক রবিন শেখকে (২৫) আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

থানায় এনে ব্যাপক জিজ্ঞাসাবাদে দুইজনই স্বীকার করেন, গোপালগঞ্জের মোকসুদপুর থেকে গরু চুরি করে পিকআপভ্যানে করে শরীয়তপুর গোসাইরহাটে নিয়ে যাচ্ছিল তারা। 

আটককৃত মো. তরিকুল গোপালগঞ্জের মোকসুদপুর উপজেলার খাঞ্জাপুর বাঁশবাড়িয়া এলাকার সাহেব আলী মোল্লার ছেলে। আর রবিন শেখ ফরিদপুরের সলথা উপজেলার জগন্নাথদী গ্রামের কিতাব আলীর ছেলে।

আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলে জানান মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাউদ্দিন আহমেদ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি