ঢাকা, বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

গাজীপুরের আমবাগানে মিললো নারীর গলাকাটা মরদেহ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১২:১৫, ৬ এপ্রিল ২০২৪

Ekushey Television Ltd.

গাজীপুরের মেম্বারবাড়ি এলাকায় মহাসড়কের পাশে আমবাগান থেকে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

শনিবার সকালে গাজীপুরের মেম্বার বাড়ি এলাকায় মহাসড়কের পাশে আনুমানিক ৪০ বছর বয়সী ওই নারীর গলাকাটা মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। নিশ্চিত করেছেন জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ  মোহাম্মদ. ইবরাহিম খলিল।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। 

পুলিশ জানায়, মরদেহের পাশে একটি চাকু পাওয়া গেছে। কি কারণে কারা তাকে হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের পরিচয় সনাক্তসহ এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি