ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

লক্ষ্মীপুরে সিন্ডিকেট ভাঙতে স্বল্প মূল্যে গরুর মাংস বিক্রি করলেন পৌর মেয়র

লক্ষ্মীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:৩২, ৬ এপ্রিল ২০২৪ | আপডেট: ১৫:৩৮, ৬ এপ্রিল ২০২৪

লক্ষ্মীপুরে কেজিতে ৯০০ -১০০০ টাকা দামে গরুর মাংস বিক্রি করছে ব্যবসায়ীরা। মাংস ব্যবসায়ীদের এই সিন্ডিকেট ভাঙতে পৌর মেয়র মাসুম ভুঁইয়া নিজেই স্বল্পমূল্যে বিক্রি করেছেন গরুর মাংস।  

শনিবার (৬ এপ্রিল) সকাল ১০টা থেকে পৌরসভার রেহান উদ্দিন ভুঁইয়া সড়কে মেয়রের বাসভবনের সামনে ৬৯০ টাকা কেজিতে মাংস বিক্রি করেন তিনি।

এসময় মেয়র বলেন, "পবিত্র রমজান মাস উপলক্ষে ৬৯০ টাকা কেজিতে গরর মাংস বিক্রি করছি। নিম্ন আয়ের মানুষের কিছুটা যাতে উপকার হয় তাতেই আমি খুশি। আমরা রমজানের ২৬-২৭ এই  দুইদিন ৬৯০ টাকা কেজিতে গরুর মাংস বিক্রি করবো। গোশতের বাজারে সিন্ডিকেটের কারণে সাধারণ মানুষ গরুর গোশত থেকে বঞ্চিত হচ্ছে। যাতে সাধারণ মানুষ বঞ্চিত না হয় তাই আমার এই উদ্যোগ। আমি মনে করি আমার এই উদ্যোগ সবাই গ্রহণ করতে পারে। তাহলে বাজারে সিন্ডিকেট ভেঙে যাবে। আর সাধারণ মানুষের ক্রয়  ক্ষমতার ভিতরেই থাকবে গরুর গোশতের বাজার।"

কম দামে মাংস বিক্রির খবরে পৌরসভাসহ আশপাশের এলাকার ক্রেতারা মাংস কিনতে চলে আসেন। জনপ্রতি আধা কেজি থেকে শুরু করে ১০ কেজি পর্যন্ত চাহিদা অনুযায়ী মাংস কিনেছেন ক্রেতারা।

এমন উদ্যোগে ক্রেতাদের পাশাপাশি সব মহল থেকে প্রশংসিত হয়েছেন মেয়র।

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি