ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

হঠাৎ বৃষ্টি, স্বস্তি বরিশালবাসীর

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ১৪:১৩, ৭ এপ্রিল ২০২৪

টানা গরমে জনজীবন যখন অতিষ্ঠ তখন বরিশালে হঠাৎ বৃষ্টি অনেকটাই স্বস্তি এনে দিয়েছে নগরবাসীর মধ্যে।

আজ রোববার সকালে হঠাৎ ঝড়ো হাওয়া বইতে শুরু করে। কয়েক মুহূর্তের মধ্যেই মাঝারি ধরনের বৃষ্টি শুরু হয়। এরপর টানা এক ঘন্টা বৃষ্টি ঝড়ে। 

এতে স্বস্তি প্রকাশ করেছে নগরবাসী। 

আবহাওয়া অফিস জানায়, এখন কালবৈশাখী ঝড়ের মৌসুম। এ সময়টাতে তাপমাত্রা হালকা কমবে আবার বাড়বে। দিনের বিভিন্ন সময়ও বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি হলে তাপমাত্রা কমবে এমনটা নয়। 

আজ বরিশালে সর্বোচ্চ ২৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা গতকাল ছিল ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া কিছুক্ষণ পর পর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি দেখা গেছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি