ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চাঁদাবাজির অভিযোগে বেনাপোল পোর্ট থানার ২ এসআই ক্লোজ

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১৪:১৯, ৭ এপ্রিল ২০২৪

Ekushey Television Ltd.

যশোরের বেনাপোল পোর্ট থানার এসআই রাজু আহাম্মেদ ও মুস্তাফিজুর রহমানকে ক্লোজড করা হয়েছে। 

শুক্রবার (৫ এপ্রিল) এ নির্দেশ আসার পরপরই তাদেরকে বেনাপোল পোর্ট থানা থেকে যশোর পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।

ক্লোজ হওয়ার পরপরই গুঞ্জন উঠেছে এসআই রাজু চেকপোস্টের বিভিন্ন দোকান থেকে মোটা অংকের চাঁদা তুলে আসছিলেন। তাছাড়াও সম্প্রতি তাদের বিরুদ্ধে কয়েকজন পাসপোর্টযাত্রীর মালামাল আটকিয়ে ভয়ভীতি দেখিয়ে মোটা অংকের টাকা নেওয়ারও অভিযোগ রয়েছে। 

তাদের ক্লোজ হওয়ায় সাধারণ জনগণ ও ব্যবসায়ীরা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে।

এ বিষয়ে নাভারন সার্কেল এএসপি নিশাত আল নাহিয়ান জানান, বেনাপোল পোর্ট থানার দুই এসআই অফিসিয়ালি ক্লোজড হয়েছে। পরবর্তীতে তাদের বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি