ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

লক্ষ্মীপুরে অসহায়দের ঈদ বস্ত্র বিতরণ করলেন পৌর মেয়র

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১২:১৩, ১০ এপ্রিল ২০২৪ | আপডেট: ১২:৪৩, ১০ এপ্রিল ২০২৪

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পৌর এলাকার সুবিধা বঞ্চিত অসহায় পরিবারের  মাঝে ঈদ উপহার হিসেবে কয়েক হাজার শাড়ী ও লুঙ্গী বিতরণ করেন পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া । 

মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে মেয়রের নিজস্ব অর্থায়ানে জানতার ঘরে এই শাড়ী ও লুঙ্গী বিতরণ করেন তিনি। 

এ সময় তিনি বলেন, "পৌরবাসীর সেবা করার জন্য প্রধানমন্ত্রী  আমাকে নৌকার কাণ্ডারী বানিয়ে পাঠিয়েছেন। তাই আমি প্রতি মুহূর্তে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি পৌরসভার ১৫টি ওয়ার্ডে। 

অনুষ্ঠান  উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর উত্তম দত্ত, জসিম উদ্দিন, পৌর আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক তাফাজ্জল হোসেন টিটু ভূঁইয়াসহ আরও অনেকে।

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি